শান্তিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণা নিয়ে বিরোধীদের নিশানায় পৌরসভা, সামনেই দুর্গাপুজো আর এই পুজোর আগেই শান্তিপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ক্ষুদে কালী তলায় বৃষ্টির জল জমে প্রায় পুকুর হয়ে গেছে তাঁতীর ঘরে জল ঢুকে গেছে, তাঁরা কাজ করতে পারছে না, প্রায় ৩০০টি পরিবার পুজোর আগে জলের তলায় আর এই অবস্থায় তাঁরা শান্তিপুর পৌরসভার প্রতি ক্ষোভ উপড়ে দিয়ে বলেন বর্তমান পৌরসভার পৌরবোর্ড সব লুটেপুটে খাচ্ছে আর সব দেখেও শাসক দলের শীর্ষ নেতৃত্বও নীরব আর এই