মালদহে অধ্যাপক অপহরণ কান্ডে চাঞ্চল্যকর তথ্য। অধ্যাপক তাপস কুমার মন্ডলকে অপহরণ করে তিন কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল পরিবারের কাছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামার পর জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে পৌঁছে দেওয়ার নাম করে অধ্যাপককে গাড়িতে তোলে অপহরণ করা হয়। ঘটনা তদন্তে নেমে পূর্ব মেদিনীপুর থেকে ওই অধ্যাপক কে উদ্ধার করা হয়।সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করে শহর থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।