পুজোর আগেই মাথায় হাত পুজো কমিটির উদ্যোক্তাদের থেকে শুরু করে সাধারণ মানুষের। চলতি বছরে সাতবার বন্যা কবলিত হতে হল পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশের মানুষজনকে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা ঘাটাল মহকুমার। টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং জলাধার গুলি থেকে ছাড়া জলের কারণে নদী গুলিতে জলস্ফিতি এবং তার ফলে বন্যা পরিস্থিতি। টানা ৫৬ দিন ধরে জলমগ্ন থাকার পর কয়েক দিন।