আজ ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। এরপর দুপুর একটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ সিদ্দিকী জানান, আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। এছাড়াও এদিন রাজ্যের শাসক দলকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।