সারা রাজ্যের পাশাপাশি আলাল পাহাড়ি ভিটা আদিবাসী করমা পূজা পরিচালনায় করমা পরম পূজা অনুষ্ঠিত হয় মাদল নেংরা বাজিয়ে ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্যে দিয়ে। নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে তাদের আদিবাসী সমাজের করমা পূজা অনুষ্ঠিত হয় বুধবার রাত্রি ১১ টা নাগাদ গাজোল আলাল অঞ্চলের পাহাড়ি ভিটা এলাকায়। তাদের কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে 4 দিন ধরে তার নিরামিষ খেয়ে পাঁচ দিনের দিন কর্মা গাছের ডাল নিয়ে এসে সয়সন্মের মধ্যে দিয়ে।এরপর করমা গাছের চার পাশে করম সকলে ঘুরেন।