সোমবার সন্ধ্যেয় বর্ধমান শহরের তেলিপুকুর এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে,আটক যুবক বেশ কয়েক বছর ধরে এ রাজ্যে অবৈধভাবে বসবাস করছিল।পুলিশ তাঁকে প্রয়োজনীয় নথি জমা করতে বললেও কয়েক ঘন্টা কেটে গেলেও কোনও নথি জমা দিতে পারেনি আটক যুবক। পুলিশের এক কর্তা বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত এ দেশে থাকার কোনও বৈধ নথি জমা দিতে না পারলে মঙ্গলবারই অনুপ্রবেশকারী হিসেবে বর্ধমান আদালতে তাঁকে পেশ করা হবে।