দুবরাজপুরের হেতমপুর বিট অফিসের পাশে একটি হোটেলের সামনে দাঁড়ানো পাঁচটি কন্টেনার থেকে হঠাৎ বেরোতে থাকে তরল পদার্থ। রবিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ খবর ছড়াতেই স্থানীয়রা ঘড়া, বালতি ও জার নিয়ে ভিড় জমায় সেই তরল সংগ্রহে। মাঠেও ওই পদার্থ নিতে ভিড় লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ ও স্থানীয় দমকলের একটি ইঞ্জিন।