গতকাল সন্ধ্যায় বরাবাজার ব্লকের অন্তর্গত রাজ দহ গ্রামে ৩২ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে, যার মধ্যে দুর্গা শীষ সিংহ নামের এক বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ পদের ব্যক্তি ও যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাত নটা সময় বরাবাজার থেকে ভারতীয় জনতা পার্টির ঝারগ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লব সেন বাসকে ও বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক বলেন, ভারতীয় জনতা পার্টিতে ওই ধরনের লোকের জায়গা নেই।