অরুন মল্লিক, পেশায় মিস্ত্রি, কাটোয়া থানার রন্ডাগ্রামের চঞ্চল মল্লিকের বাড়িতে ঘরের চালের এজবেস্টার লাগাতে যায় দুইদিন আগে। শনিবার সন্ধ্যায় ভুলত্রুটিকে কেন্দ্র করে, অরুন মল্লিকের স্ত্রী মন্দিরা মল্লিককে, মারধর করে চঞ্চল মল্লিক। এমনকি গায়েও হাত দেয়, সেই সময় অরুণ মল্লিক বাড়িতে ছিল না। বাড়ির লোকজন জানতে পেরে, শনিবার সন্ধ্যায় তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।