শুক্রবার ধৃতদের পকসো আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে দু’জনকে আরও ৫ দিন হেফাজতে নেওয়া জরুরি বলে আদালতে আবেদন জানান সিবিআইয়ের তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক দেবশ্রী হালদার। বৃহস্পতিবার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর মালিরবাগান ও মেহেদিবাগান থেকে শির্মলা বেগম ওরফে মজুকা বিবি ও আফতাব খান ওরফে গেঁড়াকে গ্রেপ্তার করে সিবিআই। পকসো আদালত দু’জনকে ছ’দিন সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।