সাকতোড়িয়া ECL মুখ্য কার্যালয়ের সামনে ১০দফা দাবি নিয়ে বাম শ্রমিক সংগঠনের অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানা অন্তর্গত সাকতোড়িয়া স্থিত ecl প্রধান বা মুখ্য কার্যালয়ের সামনে আজ দুপুর ১২টা থেকে বাম শ্রমিক সংগঠন সিটুর তরফে ১০দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করা হয়। যার মধ্যে মূলত ঠিকা শ্রমিকদের হাই পাওয়ার কমিটির রায় অনুসারে বেতন দিতে হবে, ecl কে বেসরকারিকরন করা যাবে না, ধস কবলিত এলাকায় পুনর্বাসন দেওয়া সহ ১০দফা দাবি নিয়ে e