পরীক্ষায় ফলাফল খারাপ!সুইসাইড নোট লিখে ৮ তলা বিল্ডিং থেকে ঝাঁপ নবম শ্রেণীর ছাত্রীর!সুইসাইড নোট লিখে ৮ তলা বিল্ডিং থেকে ঝাঁপ নবম শ্রেণীর ছাত্রীর। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অন্তর্গত কদমতলা এলাকায়। মৃত ছাত্রীর নাম, সরলা ঠকচম। বয়স ১৫ বছর। সে কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে।