ভিন রাজ্যে নয়, এবার বাংলার বুকে সন্দেহ বসে ভিন জেলা থেকে আসা এক ফেরিওয়ালা ব্যবসায়ীকে হেনস্তার শিকার হতে হয় |পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া যশোর এলাকার ঘটনা |মুর্শিদাবাদ থেকে ফেরি করতে এসেছেন সাকিরুল শেখ।তাকে গত বুধবার এলাকায় বাসিন্দা গোপাল মান্না আটকে রেখে গালিগালাজ মারধর করে বলে অভিযোগ |ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরেই প্রশাসন গোপালকে গ্রেফতার করে তমলুক আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেয়।