খড়গপুর শহর দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) আজ রবিবার একদিবসীয় সদস্য সংগ্রহ অভিযান চালায়। শহরের বিভিন্ন প্রাথমিক ইউনিট কমিটির সদস্যরা দিনভর খড়গপুরের নানা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সদস্যগ্রহণের কাজ করেন। নেতৃত্বরা জানান, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করা ও তরুণ সমাজকে সক্রিয়ভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করাই এই অভিযানের মূল লক্ষ্য।