হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর ও সাদলীচক অঞ্চলে হাসপাতাল, দমকলসহ পাঁচ দফা দাবিতে শনিবার সকালে সাড়ে ১২ টা নাগাদ রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের কাছে ডেপুটেশন দিল মালদহ জেলা বাংলা পক্ষ ও সাধারণ মানুষ। বাংরুয়া বাসভবনে মন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনায় তারা রাস্তাঘাট, পানীয় জল, মাঠে সেচের কাজে বিদ্যুৎ ও হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নেই গ্রামীণ হাসপাতাল ও দমকল।