শুক্রবার শীতলকুচি অবর বিদ্যালয় পরিদর্শকের হলঘরে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনয়ের প্রতিকৃতিতে মাল্যদান , পুষ্পার্ঘ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে শীতলকুচি পূর্ব চক্রের অবর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রদীপ প্রজ্জ্বলন ও ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শীতলকুচির বিশিষ্ট সমাজসেবী তপন কুমার গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব চক্রের এসআই অমিত সরকার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।