কসবা কান্ডে ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ প্রসঙ্গে এদিন বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন পশ্চিমবঙ্গের পুলিশ হঠাৎ করে তৎপরতা দেখালো কসবার ধর্ষণ কান্ডে, এই তৎপরতা আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় দেখায়নি।আমি সিওর কসবা কাণ্ডে অপরাধীদের সাজা হবে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি রক্ষা করার জন্য কসবা কান্ডের অপরাধীদের শাস্তি দেবেই দেবে। আর কি জানিয়েছেন তিনি শুনে নেব তার বক্তব্য।