সালানপুরের বৃন্দাবনিগ্রামে হায়নার আতঙ্ক,এলাকায় গিয়ে ঘুরে দেখলেন বন বিভাগের আধিকারিকরা জানাজায় যে বেশ কিছুদিন ধরে বৃন্দাবনী গ্রামে আধবাগা হায়নার আতঙ্কে গ্রামবাসীরা বাড়ির বাইরে বের হচ্ছিল না ।গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । যদিও কারো কোনো ক্ষতি করেনি এখনো ।তবে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের বন বিভাগের আধিকারিকেরা এদিন বৃন্দাবনি এলাকা ঘুরে দেখলেন এবং ওই হায়নাকে দেখার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন কিন্তু তাদের নজরের বাইরে থাকায় তারা সেখান থেকে