নতুন করে ব্লক কমিটি ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে কোচবিহারে বললেন বিজেপি বিধায়ক। উল্লেখ রবিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে নতুন করে বুথ কমিটি গঠন করা ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গেই কোচবিহারে কটাক্ষ করে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তৃণমূল বিজেপিকে অনুকরণ করার চেষ্টা করছে।