প্রথম থেকেই বলে আসছিলাম সংখ্যালঘুদের উন্নয়নের জন্য ওয়াকাফ সম্প্রতি। সেই জন্য কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী বিল নিয়ে এসেছিল। আর এই ওয়াকাফ সংশোধনী বিল আসার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মমতা ব্যানার্জির সরকার রাস্তায় নেমে আন্দোলন করেছে। কারন একটাই এই সরকারের যত নেতা মন্ত্রীরা আছে তারা কোটি কোটি টাকার ওয়াকাফ সম্পত্তি দখল করে রেখেছে। মালদার রতুয়ায় ওয়াকাফ সম্পত্তি দখল প্রসঙ্গে পুরাটুলি এলাকায় শুক্রবার দুপুর একটা নাগাদ এমনটা বললেন BJPনেতা।