ভোট এলে একদিকে যেমন ভাষণ দিতে শুরু করেন দিদি, অন্যদিকে তেমনই ভাষণ শোনা যায় মোদির। কিন্তু ভোট পেরোলেই সব প্রতিশ্রুতি ভুলে যান তারা। তাই আজ নন্দিগ্রামে শিল্পের পরিবর্তে তৈরি হয়েছে ছাগলের চারণভূমি। অন্যদিকে ঠিক তেমনই ২০১৪ সাল থেকে বাংলায় এসে নানান প্রতিশ্রুতি দিয়েছেন মোদি, কিন্তু কাজের কাজ শেষ অবধি কিছুই হয়নি। তাই রাজ্যে ইলেকট্রিক ভেহিকল কারখানা গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন মোদিজি, তা আদৌও বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে যথেষ্টই সংশয় রয়েছে।