বিশ্ব নবীর জন্ম দিবসকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ মমিন পাড়া এলাকার বাসিন্দারা একত্রিতভাবে শোভাযাত্রাই অংশগ্রহণ করল। ইসলাম ধর্মাবলীর মানুষ স্বর্ণের একতার মধ্য দিয়ে এই শোভাযাত্রা কোঁয়ালি চুরিপট্টি দিয়ে রেলগেট হয়ে পুনরায় মমিন পাড়ায় এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের মুখ মিষ্টি করার মধ্য দিয়ে উৎসবের মেজাজে দিনটি পালন করছে। ধর্মীয় বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে।