উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কে বেসরকারি করনের চেষ্টার বিরুদ্ধে রায়গঞ্জ ডিপোতে CITU র আন্দোলন। বৃহস্পতিবার CITU অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রানপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল সম্পাদক জাকির হোসেন বলেন, আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে উত্তরবঙ্গের লাইফ লাইন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বেসরকারি করন করার চেষ্টা চলছে। ২০১১ সাল থেকে একজন কর্মীকেও স্থায়ী করা হয়নি। আমরা এই বিষয় নিয়ে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে।