১০০ দিনের কাজের দাবিতে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত সিপিআইএম। মাথা ফাটলো এক বাম সদস্যের। ঘটনাকে ঘিরে উত্তেজনা গুরাপের ভাস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃনমূল দুস্কৃতিদের হামলার প্রতিবাদে গুরাপ থানার সামনে বিক্ষোভ সিপিআইএম এর। দীপক ঘোষ নামে এক গ্রামবাসী আহত হন বলে দাবি তৃণমূল বিধায়ক এর। একশো দিনের কাজ, আবাস যোজনার ঘরসহ একাধিক দাবিতে আজ মাস্তানরা গ্ৰাম পঞ্চায়েতে ডেপুটেশন কর্মসূচি ছিল সিপিআইএমের,,