Basanti, South Twenty Four Parganas | Sep 23, 2025
বাসন্তী ১০ নম্বর মহাপ্রভু আদিবাসী সৎ সংঘের ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী মা অকাল বোধিনী মনসা পূজো । দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার ফুলমালঞ্চ অঞ্চলের অন্তর্গত ১০ নম্বর পুকুরপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর ৪৮ বছর আগে ১০ নম্বর এলাকায় অকাল শোল কোওটের ছবলে প্রাণ হারায় এলাকার মানুষজন এবং ভয়ে ভিত হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয় এলাকার মানুষ জন এই গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করেন এলাকার বহু মা