*ডোমকলে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ মিছিল* কলকাতায় মেও রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে ফেলা ও বাংলা ভাষা ও সংস্কৃতির অবমাননার প্রতিবাদে ডোমকলে বিক্ষোভ মিছিল করল টাউন তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি ডোমকল বাজার পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন ডোমকল টাউন তৃণমূল সভাপতি **কামরুজ্জামান মন্ডল** সহ অন্যান্য নেতাকর্মীরা।