বুধবার শীতলকুচি মাথাভাঙ্গা রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুইজন। জানা যায় একটি বেসরকারি বাস ব্যাঙমাথা পুলে দাঁড়িয়ে ছিল পিছন দিক থেকে একটি ভটভটি বেসরকারি বাসটির পিছনে সজরে ধাক্কা মারে ফলে ভটভটিতে থাকা দুজন গুরুতর আহত হয়। স্থানীয় মানুষরা আহতদের উদ্ধার শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে যায়। পরে পুলিশ ঘটলাস চলে এসে ঝড় ভটভটিটি থানায় নিয়ে যায়। আহতরা বর্তমান কোচবিহারে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।