*পুজোর আগে ধসের দাপট, অচল বাংলার সিকিমমুখী লাইফ লাইন, সেবক–কালিঝোড়া এলাকায় জাতীয় সড়কে বন্ধ গাড়ি চলাচল, পর্যটনে বড় ধাক্কা। শারদোৎসবের আগে ফের বিপাকে উত্তরবঙ্গ। শুক্রবার গভীর রাতে ১০ নম্বর জাতীয় সড়কে বিশাল ধস নামায় অচল হয়ে গেল সিকিমমুখী প্রধান সড়ক। সেবক বাগ পুল ও কালিঝোড়ার মাঝামাঝি পাহাড়ি ঢাল থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ায় মুহূর্তে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এর জেরে রাত থেকেই আটকে পড়েন শতাধিক পর্যটক ও সাধারণ যাত্রী।