বানপুর সীমান্তে ৫৩০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করলো BSF, জমা দিলো কৃষ্ণগঞ্জ থানায়, বাণপুর সীমান্তে BSF টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে, সন্দেহ হওয়ায় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই একটি বস্তা ফেলে ওই ব্যক্তি পালিয়ে যায় আর ওই ফেলে যাওয়া বস্তা থেকে ৫৩০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে BSF এবং আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ ওই উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপের বোতলগুলি কৃষ্ণগঞ্জ থানায় জমা দেয় BSF আর এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক