Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 25, 2025
দুর্গাপুর রাজ্যের প্রধান গুরুত্বপূর্ণ ও এক যৌথ উদ্যোগ 'ফিরে পাওয়া'। এই কর্মসূচী বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ বিশেষ প্রযুক্তির মাধ্যমে চুরি বা হারিয়ে ফেলার মাধ্যমে মোবাইল ফোন উদ্ধার করে তাদের হাতে ফেরৎ দেয়। সোমবার বিকেল পাঁচটায় দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়িতে মোট মোবাইল ফেরৎ দেওয়া হল ৬৪টি।এখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি বীর রায়, সিআই রণবীর বাগ, দুর্গাপুর পার্টি আধিকারিক সঞ্জীব দেব, ডিএস ফাড়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক