আদালতের নির্দেশে বাড়ি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কেশবপুর এলাকায়।জানা যায়,আদালতের নির্দেশে এলাকার আসিফ কাজীর বাড়ি ভাঙতে আসে পুলিশ প্রশাসন।তিনি দাবি করেন ব্যক্তিগত জায়গায় সরকারি রাস্তা করতে দিয়ে পরিবর্তে তার বাড়ির সামান্য অংশ সরকারি জায়গায় পরলেও তৎকালীন নেতৃত্ব তার অনুমতি দিয়েছিলেন।বৃহস্পতিবার সেই বাড়ি ভাঙতে তিনি তার জায়গায় তৈরী রাস্তা ঘিরে দেন।রাস্তার দাবিতে সরব হন এলাকাবাসী।সবের জন্য পঞ্চায়েত প্রধানকে দায়ী করেন তারা।প্রধান অভিযোগ অস্বীকার করেছেন।