এসে পৌঁছাল মন্ত্রীর পাঠানো শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা। ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদার পাঠানো শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা দূত মারফত এসে পৌঁছাল বিনপুর 1 ব্লকের লালগড় কলেজ এবং লালগড় সরকারি ITI তে। শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠান মন্ত্রী।সোমবার দুপুর নাগাদ মন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা দূত মারফত এসে পৌঁছায়।