রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা ও বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলা ও বাঙ্গালীদের প্রতি অমানবিক অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল INNTUC-র। ওই সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি রথীন ব্যানার্জীর নেতৃত্বে গঙ্গাজলঘাটির লাগাপাড়া থেকে দুর্লভপুর মোড় পর্যন্ত ওই মিছিলে পথ হাঁটেন ওই সংগঠনের সদস্যরা।উপস্থিত ছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী ।