Rajarhat, North Twenty Four Parganas | Aug 28, 2025
মাদকদ্রব্য গাঁজা ব্যবসার স্বর্গরাজ্য হয়ে উঠেছে নিউ বারাকপুর। রীতিমতো উত্তরবঙ্গের কোচবিহার, শীতলকুচি, মাথাভাঙা থেকে উত্তর ২৪ পরগনা জেলার নিউ বারাকপুরে মাদকদ্রব্য গাঁজা সরবরাহে রমরমা কাচা পয়সার ব্যবসার আতুরঘর। কোন সময় ট্রলি ব্যাগে, আবার কখনও বা স্কুল ব্যাগে উত্তরবঙ্গ থেকে নিউ বারাকপুরের বিলকান্দা, হেমন্তনগরে গাঁজা পাচারকারীদের আনাগোনা লেগেই থাকে। এবার হাতেনাতে পাকড়াও গাঁজা পাচারকারী।।