ভয়াবহ বৃষ্টিতে প্লাবিত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা যার জেরে শুধু মানুষ নয় বিপন্ন বন্যপ্রাণীরাও। জঙ্গল এলাকার বিভিন্ন নদীতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। হাতি গন্ডারসহ নানান বন্যপ্রাণী কোথাও জলবন্দি হয়ে পড়েছে আবার কোথাও জলের স্রোতে ভেসে গিয়েছে এর মধ্যে অনেক বন্যপ্রাণীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। পাশাপাশি একটি গন্ডার ও একটি হরিণের দেহ উদ্ধার হয়েছে। রবিবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার এলাকায় একটি গন্ডারের মৃতদেহ উদ্ধার হয়।