পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সাংসদ প্রতিনিধি তথা বলরামপুর 1 বিজেপির মন্ডল সভাপতি বিশাল দুবের পুরুলিয়া 1 নং ব্লকের অন্তর্গত শিবডি গ্রামের বাড়িতে ওনাদের পারিবারিক দুর্গা মন্দিরে মহাষ্টমীর অঞ্জলী দিলেন পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ একাধিক জেলা বিজেপির নেতাকর্মীরা। সেচিত্র তুলে ধরা হলো এদিন দুপুর দেড়টা নাগাদ।