গোপন খবরের ভিত্তিতে মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই নেতৃত্বে ধর্মনগর থেকে কৈলাশহর যাওয়ার মূল সড়কের উপর আনন্দবাজার এলাকায় থাকা ধর্মনগর থানার পুলিশের নাকা পয়েন্টে TR05J1919 নম্বরের গাড়ি আটক করে গাড়ি থেকে উদ্ধার ৭০ লক্ষ টাকা মূল্যের বার্মিজ সিগারেট। গাড়ি চালক পলাতক।