পুরুলিয়া দু নম্বর ব্লকের হুটমুড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় বালিগাড়া হাইস্কুলের নবনির্মিত গেটের উদ্বোধন করা হলো। । আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে গেটের উদ্বোধন করেন হুটমুড়া অঞ্চলের উপপ্রধান শেখ ঈমান উদ্দিন । ওই অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষকরা এলাকার বিশিষ্ট জন এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন ।