ইসলামপাড়া হল্টে আগামীকাল থেকে দাঁড়াবে অধিকাংশ লোকাল ট্রেন। ব্যান্ডেল কাটোয়া শাখায় বাঁশবেড়িয়া ও ত্রিবেনীর স্টেশনের মাঝে রয়েছে ইসলামপাড়া হল্ট। তবে এই স্টেশনে এতদিন পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন থামত না। চরম সমস্যায় পড়েছিলেন এলাকার মানুষ। অবশেষে আগামীকাল থেকে এখানে ব্যান্ডেল কাটোয়া শাখার অধিকাংশ লোকাল ট্রেন থামবে। খবর জানাজানি হতেই খুশি এলাকার মানুষ।