সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন ২০২৬। তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেই মোতাবেক প্রায় প্রতিদিন কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নেতৃত্বদের নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করছেন তিনি। এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারী গ্রাম পঞ্চায়েত এলাকার ৪/৭২,৭৩ ও ৭৪ নং বুথের সমস্ত নেতৃত্ব কর্মীদের নিয়ে সাধারণ সভা করেন তৃণমূলের জেলা সভাপতি।