দীঘা সমুদ্র সৈকতে দেখা বিরল প্রজাতির বিশাল আকৃতির কচ্ছপ তবে জীবিত নয় মৃত কচ্ছপ উদ্ধার করল দীঘা বনদপ্তর কর্মীরা এই কচ্ছপ দেখতে ভিড় জমে যায় পর্যটকদের অনেকেই তা ক্যামেরাবন্দিও করে। কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত খবর দেন বনদপ্তরে, কর্মীরা এসে কচ্ছপ থেকে উদ্ধার করে ,বনদপ্তর কর্মীরা জানান এটির ওজন প্রায় 40 কেজি, এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ,গভীর সমুদ্রে থাকে প্রজননের তাগিদে উপকূলে চলে আসে।