দক্ষিণ 24 পরগনা জেলার চক ফুলডুবি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পূজোর থিম অপারেশন সিন্দুর দীর্ঘদিন ধরে এই থিমের কাজ করে এলেও প্রশাসনের চাপে এই পূজোর থিম খুলে ফেলতে হলো পূজা উদ্যোক্তাদের, এমনটি অভিযোগ পূজা উদ্যোক্তাদের, তবে এই বিষয়ের কিংবা ভিডিও সত্যতা যাচাই করেনি পাবলিক অ্যাপ।।