ইলাম বাজারের এক বেসরকারি ফার্ম হাউসে বিষধর চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হল এক কর্মীর। মৃতের নাম বিকাশ পাত্র(৩৯) বাঁকুড়া জেলার জুগিবাইদ গ্রামের তার বাড়ি। তিনি কর্মসূত্রে ইলামবাজারে থাকতেন। জানা গেছে গত রবিবার রাত ৯: ৩০মিঃ ফার্ম হাউসের গেট বন্ধ করে নিজের ঘরের দিকে আসার সময় তার বাম পায়ের গোড়ালিতে বিষধর চন্দ্রবোড়া সাপে কামড়ায়। সঙ্গে থাকা তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বোলপুর ও সেখান থেকে Bmch আনলে বুধবার দুপুরে তার মৃত্যু হয়