বেইতগুড়ি চাবাগানে মেলার নিরাপত্তা ক্ষতিয়ে দেখতে পরিদর্শনে এলেন মন্ত্রী বুলুচিক বড়াইক। এদিন চাবাগানের শিলানন্দ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে মেলাটি বসেছে।আজ দুপুর থেকে মেলাটি শুরু হয়। রাত দশটা পর্যন্ত এই মেলা চলবে। মন্ত্রী এদিন মেলার নিরাপত্তা নিয়ে খোজখবর নেন। কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা তা সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেন মন্ত্রী।