বর্ধমান দুই ব্লকের বিএফসিসি মাঠে ষোলো দলে র একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা। আয়োজনে বিএফসিসি। টাইবেকারে কাকা ভাইপো একাদশ ৪-৩ গোলে পোড়াবাজার ৭ স্টার কে পরাজিত করে। শুক্রবার খেলাটি অনুষ্ঠিত হয় তো দুপুর তিনটে নাগাদ। এই খেলা কে কেন্দ্র করে উন্মাদনা থাকে এলাকাবাসীর মধ্যে।