বুধবার থেকে শুরু হল এফ এম রোডের গর্ত ভরাটের কাজ। বিগত বেশ কয়েকদিন ধরে শ্রীভূমি জেলার এফ এম রোডের সড়কের বেহাল দশার জন্য এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের নানান সমস্যার মধ্যে পড়তে হয়। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম অসুবিধা এবং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তির বিষয় দেখে গতকাল শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন আশ্বাস দিয়েছিলেন সড়ক সংস্কারের জন্য। যেমনি কথা তেমনি কাজ,বুধবার থেকেই রয়েল স্কুলের সামনে গর্ত ভরাটের কাজ হয়।