হাইলাকান্দিতে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন পরিষেবায় জুড়ে দেওয়ায় খুশির জোয়ার জেলাজুড়ে। এ নিয়ে উৎসাহিদের ভিড় পরিলক্ষিত হাইলাকান্দি রেল ষ্টেশন চত্বরে। সাইরাং থেকে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন প্রথম বারের মতো দিল্লি, কলকাতা সহ গুয়াহাটিতে সরাসরি যাতায়াত করবে। জেলার বুক চিরে ব্রডগেজ লাইন দিয়ে এ পরিষেবা নিয়ে উৎসবের আনন্দে মেতে উয়েছেন জেলাবাসী জনসাধারণ। এ নিয়ে শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ NAS-সমিতির জেলা সম্পাদক রঞ্জিত ঘোষের প্রতিক্রিয়া।