দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ন পাড়া এলাকায় গাছে ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। শনিবার সকালেই বছর ষাটের অসিত বিশ্বাস নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। দুপুর প্রায় একটা নাগাদ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট পুলিশ মর্গে। তবে ঠিক কী কারণে অসিতবাবু আত্মঘাতী হয়েছেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।