চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক যুবক। ঘটনাটি ঘটে আজ রাত সাড়ে ৮টা নাগাদ পানাগড় স্টেশন সংলগ্ন ১০২ নম্বর রেলগেটে। স্থানীয়রা দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দিলে। পানাগড় আরপিএফ পোস্ট এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে। প্রথমে তাকে রেলের হাসপাতালে নিয়ে যায়।পরে সেখান থেকে পরে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে।সেখানে প্রাথমিক চিকিৎসার পর। অবস্থার অবনতি হলে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।