পাঁশকুড়া থানার অন্তর্গত জিঁয়াদা গ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা যখম হলো চার। শনিবার সকালে খড়্গপুর গামী একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকানের ভেতরে প্রবেশ করে। এই ঘটনায় চারজন গুরুতরে জখম হন।আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের আধিকারিকেরা।